'মারি>মাইর ' কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?

A বিপ্রকর্ষ

B অসমীকরণ

C অপিনিহিত

D সমীভবন

Solution

Correct Answer: Option C

পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন-  
- রাখিয়া > রাইখ্যা, 
- বাক্য > বাইক্য, 
- আজি > আইজ, 
- সাধু > সাউধ, 
- সত্য > সইত্য, 
- মারি > মাইর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions