Correct Answer: Option B
নির্দেশক বাক্যকে বিস্ময়বাচক বাক্যে রূপান্তর নিয়ম:
১. অর্থ অপরিবর্তিত থাকবে।
২. বাক্যের মধ্যে একটি বিস্ময়বোধক যোজক পদ যেমন: আহা, হায় ইত্যাদি যুক্ত করতে হবে।
৩. বিশেষণ পদের আগে একটি ‘কী’ বিশেষণীয় বিশেষণ বসবে।
৪. বাক্যের শেষে একটি আশ্চর্যবোধক (!) চিহ্ন বসবে।
যেমনঃ
নির্দেশক বাক্য : দৃশ্যটি বড় চমৎকার।
বিস্ময়বাচক বাক্য : আহা! কী চমৎকার দৃশ্য।
নির্দেশক বাক্য : দৃশ্যটি বড় করুণ।
বিস্ময়বাচক বাক্য : দৃশ্যটি কী করুণ!
নির্দেশক বাক্য : এতো ভয়ানক দুঃখের কথা।
বিস্ময়সূচক বাক্য : কী ভয়ানক দুঃখের কথা!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions