কোন কণাটি তেজস্ক্রিয় বিকিরণে সবচেয়ে ভারী?
Solution
Correct Answer: Option A
তেজস্ক্রিয় বিকিরণে নির্গত কণাগুলোর মধ্যে আলফা কণা (Alpha particle) সবচেয়ে ভারী। এটি মূলত একটি হিলিয়াম নিউক্লিয়াস, যা ২টি প্রোটন এবং ২টি নিউট্রন নিয়ে গঠিত। এর ভর প্রায় ৪ অ্যাটমিক ইউনিট (amu), যা বিটা কণা এবং গামা রশ্মির তুলনায় অনেক বেশি।