বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটির গ্রাউন্ড স্টেশন কয়টি?

A ৩টি

B ৪টি

C ২টি

D ১টি

Solution

Correct Answer: Option C

- উৎক্ষেপণ করা হয় : ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে ২০১৮)
- নিমার্তা বা প্রস্তুত কারক প্রতিষ্ঠান : Thales Alenia Space ( ফ্রান্স )
- উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান :  Space X ( যুক্তরাষ্ট্র )
- স্যাটেলাইট বহনকারী রকেটের নাম : Falcon 9
- স্যাটেলাইট পরিচালনা করবে প্রতিষ্ঠান : বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লি.( BCSCL)
- স্যাটেলাইটের ট্রান্সপন্ডার : ৪০ টি। এর মধ্যে ১৪ টি ’সি’ ব্যান্ডের ( c-band) এবং ২৬ টি ‘কে-ইউ’ ব্যান্ডের ( k-band )।
- স্যাটেলাইটের অরবিটাল অবস্থান কোথায় : ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
- স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন : ২ টি- সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র গাজীপুর এবং সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র বেতবুনিয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions