Correct Answer: Option A
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম – টেকচাঁদ ঠাকুর।তিনি বাংলা, পারসি ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন।
- তিনি ‘প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স’ নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
- চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে রচিত তাঁর প্রবন্ধের নাম – ‘The Zamindar and Royats’.
- তিনি গরিব চাষীদের রক্ষাকবচ হিসেবে ‘পঞ্চায়েত ব্যবস্থা’ প্রবর্তনের দাবি উত্থাপন করেন।
- তাঁর রচিত ‘আলারের ঘরের দুলাল'(১৮৫৮) – বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।তাই তাঁকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়। ‘আলালের ঘরের দুলালে’ ব্যবহৃত ভাষাকে ‘আলালী’ ভাষা বলে। অর্থাৎ তিনি ‘আলালী ভাষা’রও স্রষ্টা। ‘আলালের ঘরের দুলালে’র উল্লেখযোগ্য চরিত্র হল – মতিলাল,প্রতারক ঠকচাচা, ধূর্ত উকিল বটলর,অর্থলোভী বাঞ্চারাম,তোষামোদকারী বক্রেশ্বর।
- পাদ্রি লঙ সাহেব তাঁকে ‘ডিফেন্স অব বেঙ্গল’ বলতেন।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ –
(ক) মদ খাওয়া বড় দায় জাত থাকার কী উপায় (১৮৫৯),
(খ) বামারঞ্জিকা (১৮৬০) -স্ত্রীশিক্ষামূলক গ্রন্থ,
(গ) গীতাঙ্কুর (১৮৬১),
(ঘ) যৎকিঞ্চিৎ (১৮৬৫),
(ঙ) অভেদী (১৮৭১),
(চ) আধ্যাত্মিকা (১৮৮০),
(জ) বামাতোষিণী (১৮৮১)- প্যারীচাঁদ মিত্রের সর্বশেষ রচনা – নারীশিক্ষার উদ্দেশ্যে গ্রন্থটি রচিত।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions