জীনের ডিএনএ এর নিউক্লিওটাইড অনুক্রমের স্থায়ী পরিবর্তনের কারণে কত রকমের মিউটেশন হয়?
Solution
Correct Answer: Option B
✔কোনো জীবের এক বা একাধিক বৈশিষ্ঠ্যের আকস্মিক বংশগত পরিবর্তনকে মিউটেশন বলে।
✔জীনের ডিএনএ এর নিউক্লিওটাইড অনুক্রমের স্থায়ী পরিবর্তনের কারণে দুই রকমের মিউটেশন হয়।যথা-
১।স্বতস্ফূর্ত- সূর্যের বিভিন্ন রশ্মি ,বিভিন্ন পারমাণবিক রশ্মি ,অধিক তাপমাত্রা ও বিভিন্ন রোগের কারণে দীর্ঘদিন স্টেরয়েড সেবন করলে স্বতস্ফূর্ত মিউটেশন হতে পারে।স্বতস্ফুর্ত মিউটেশনের হার অত্যন্ত কম।
২।আবিষ্ঠঃ মিউটাজেনিক এজেন্ট প্রয়োগের মাধ্যমে আবিষ্ট মিউটেশন ঘটানো হয়।উদ্ভিদের জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি করে প্রজনন কাজ এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের মিউটেশন ঘটানোর প্রয়োজন পড়ে ।