Solution
Correct Answer: Option B
- বড়ু চণ্ডীদাস মধ্য যুগের চতুর্দশ শতকের বাঙালি কবি।
- তিনি চৈতন্য-পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসাবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
- প্রথম চণ্ডীদাস হিসাবে পদাবলীর চণ্ডীদাসকে ধারণা করা হয় যিনি আনুমানিক ১৩৭০ সালে বীরভূম (বর্তমানে পশ্চিমবঙ্গ) জেলায় জন্মগ্রহণ করেন।
- ড. মিহির চৌধুরী কামিল্যা ভাষাতাত্ত্বিক তথ্য উপাত্তের সাহায্যে প্রমাণ করেছেন, ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রচয়িতা বড়ু চণ্ডীদাস পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সদর মহকুমাস্থ ছাতনার অধিবাসী ছিলেন-
- তিনি ছিলেন বাসলী দেবীর উপাসক। এই বাসলী দেবী প্রকৃতপক্ষে শক্তিদেবী চণ্ডী অথবা মনসার অপর নাম।
- বাসলী (বাশুলী) দেবীর চরণে চণ্ডীদাস মূলত রাধা-কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক পদ বা গান গেয়েছেন।