‘September on Jessore Road’ কবিতাটির রচয়িতা-
Solution
Correct Answer: Option B
- 'September on Jessore Road' কবিতাটির রচয়িতা হলেন বিখ্যাত আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ।
- ১৯৭১ সালে ভারতের শরণার্থী শিবিরে বাংলাদেশের শরণার্থীদের দুর্দশা দেখে তিনি এই দীর্ঘ কবিতাটি রচনা করেছিলেন।
- এটি একটি ১৫২ লাইনের দীর্ঘ কবিতা যা তিনি ১৯৭১ সালের নভেম্বরে লিখেছিলেন।
- পরবর্তীতে এই বিখ্যাত কবিতাটিকে গানে রূপ দিয়েছিলেন প্রখ্যাত গায়ক বব ডিলান।
- কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার মানবিক বিপর্যয় এবং শরণার্থীদের কষ্টের এক মর্মান্তিক দলিল হিসেবে পরিচিত।