ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শবরপা কোন দেশের লোক ছিলেন?
A বাংলাদেশ
B নেপাল
C ভারত
D মিয়ানমার
Solution
Correct Answer: Option A
- শবরপা ছিলেন চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন, তাঁর জীবনকাল ছিল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শবরপা ছিলেন 'বাংলা দেশে'র লোক।
- শবরপা ছিলেন চর্যাপদের প্রথম টিকাকার লুইপা’র গুরু।
- শবরপা নাগার্জুনের শিষ্য ছিলেন।
- চর্যাপদের ২৮ ও ৫০ নম্বর পদ তাঁর রচনাশেষ।
- চর্যাপদের আদি কবি তথা বাংলা সাহিত্যের প্রথম কবি এবং চর্যাপদের প্রথম পদ রচয়িতা ছিলেন লুইপা।