মহাভারতের ‘অশ্বমেধ পর্ব' বাংলায় অনুবাদ করেন কে?
A বিজয়গুপ্ত
B শ্রীকর নন্দী
C ভবানী দাস
D কবীন্দ্র পরমেশ্বর
Solution
Correct Answer: Option B
- আলাউদ্দিন হােসেন শাহের পৃষ্ঠপােষকতায় বরিশালের কবি বিজয়গুপ্ত 'পদ্মপুরাণ' রচনা করেন।
- তার সেনাপতি পরাগল খানের পষ্ঠপােষকতায় কবীন্দ্র পরমেশ্বর বাংলায় সর্বপ্রথম 'মহাভারত' অনুবাদ করেন ও পরাগল খানের পুত্র ছুটি খানের উৎসাহে শ্রীকর নন্দী মহাভারতের ‘অশ্বমেধ পর্ব' বাংলায় অনুবাদ করেন।