Solution
Correct Answer: Option A
- মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা হলো মঙ্গলকাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মনির্ভর বিশেষ এক শ্রেনির আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত।
- মঙ্গলকাব্য দুই প্রকার- পৌরানিক ও লৌকিক।
- এর প্রধান শাখা তিনটি। যথা- মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, অন্নদামঙ্গল।
- সম্পূর্ণ মঙ্গলকাব্যের সাধারনত ৫ টি অংশ থাকে। যথাঃ বন্দনা, আত্মপরিচয়, দেবখন্ড, মর্ত্যখন্ড, শ্রুতিফল
- মঙ্গলকাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান।
- মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চন্ডী ও ধর্মঠাকুর। এদের মধ্যে মনসা ও চন্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি। এই তিনজনকে কেন্দ্র করে মঙ্গলকাব্যের প্রধান তিনটি ধারা গড়ে উঠেছে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল।