কিসের কারণে নগ্নবীজী উদ্ভিদে ফল হয়না ?

A বীজ নেই বলে

B গর্ভাশয় নেই বলে

C পরাগায়ন হয় না বলে

D নিষেক ক্রিয়া হয়না

Solution

Correct Answer: Option B

✔যেসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন থাকে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে।
 যেমন- ডাব, নারিকেল, সাইকাস, পাইনাস ইত্যাদি। নগ্নবীজী উদ্ভিদ বহুবর্ষজীবী। এরা চিরসবুজ।
✔এদের গর্ভাশয় বা ডিম্বাশয় থাকেনা বলে এদের ফল হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions