Solution
Correct Answer: Option B
✔যেসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন থাকে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে।
যেমন- ডাব, নারিকেল, সাইকাস, পাইনাস ইত্যাদি। নগ্নবীজী উদ্ভিদ বহুবর্ষজীবী। এরা চিরসবুজ।
✔এদের গর্ভাশয় বা ডিম্বাশয় থাকেনা বলে এদের ফল হয় না।