কোনটি খর পানিতে ব্যবহার করা উত্তম ?

A ডিটারজেন্ট

B নিউক্লিয়াস

C ক্রোমোসোম

D লিউক্লোপ্লাস্ট

Solution

Correct Answer: Option A

✔ডিটারজেন্ট হল একটি কৃত্রিম জৈব যৌগ। এটি হল লম্বা শৃঙ্খলযুক্ত বেঞ্জিন সালফিউরিক অ্যাসিডের একটি  সোডিয়াম লবণ। এ
   এর জামা-কাপড় পরিস্কার করার ক্ষমতা সাবানের চেয়ে বেশি।
✔[i] ডিটারজেন্ট বস্তুটি গন্ধহীন, বর্ণহীন অনুদ্বায়ী কঠিন পদার্থ ।
 [ii] এটি কঠিন ও তরল উভয় প্রকারের হয় এবং এটি একটি জৈব লবণ যা জলে সম্পূর্ণ দ্রবণীয় ।
 [iii] সাধারণ অবস্থায় ডিটারজেন্ট প্রশম পদার্থ কিন্তু জলে দ্রবীভূত করলে ক্ষারীয় হয় । এটি খর পানিতে ব্যবহার করা উত্তম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions