ডা. লুৎফর রহমানের প্রথম প্রকাশ একটি -

A প্রবন্ধ

B উপন্যাস

C কাব্যগ্রন্থ

D রম্যরচনা

Solution

Correct Answer: Option C

ডা. মোহাম্মদ লুৎফর রহমান  ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী । 
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ – ‘প্রকাশ’। ’প্রকাশ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়  ১৯১৫ সালে । ’প্রকাশ কাব্যগ্রন্থে কতটি কবিতা ছিল ৪০ টি ।
- তাঁর প্রথম উপন্যাস ‘সরলা’। এটি প্রকাশিত হয় ১৯১৮ সালে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions