কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে কি বলা হয় ?
A প্রোডিউসার গ্যাস
B ওয়াটার গ্যাস
C সোডা ওয়াটার
D নেসলার দ্রবণ
Solution
Correct Answer: Option A
✔নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড মিশ্রণ হলো প্রোডিউসার গ্যাস।
✔শ্বেততপ্ত কোকের নীচে থেকে নিয়ন্ত্রিত পরিমাণে বাস্প চালনা করে প্রোডিউসার গ্যাস উৎপন্ন করা হয়।