A নতুন ধরনের এক্সরে
B ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
C শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
D শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ
Solution
Correct Answer: Option B
✔শব্দোত্তর কম্পনের সাহায্যে মানুষের দেহের অভ্যন্তরের ছবি তুলে রোগ নির্ণয় করার প্রক্রিয়াকে আল্ট্রাসনোগ্রাফি বলে।
✔আল্ট্রাসনোগ্রাফির ব্যবহারঃ
১। গর্ভাবস্থাঃ সনোগ্রাফির মাধ্যমে বাচ্চা ডেলিভারি তারিখ থেকে শুরু করে বাচ্চার গঠন-প্রকৃতি, লিঙ্গ, মায়ের সম্ভাব্য কোন অসংগতি যা বাচ্চার জন্য ক্ষতিকর, মায়ের পেটের ভিতর বাচ্চার অবস্থান, বাচ্চার নড়াচড়া, জমজ বাচ্চা-সহ বিভিন্ন বিষয় জানা যায়।
২। রোগ নির্ণয়ঃ সনোগ্রাফির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন লিভার, স্প্লিন বা প্লিহা, কিডনি, অগ্ন্যাশয়, পাকস্থলী, পিত্তথলি, চক্ষু, থাইরয়েড, মূত্রথলীসহ নারী ও পুরুষের যৌনাঙ্গের নানাবিধ রোগ সহজেই নির্ণয় করা সম্ভব।
৩।বায়োপসি ও চিকিত্সার উদ্দেশ্যেঃ বায়োপসি ও চিকিত্সার উদ্দেশ্যে সনোগ্রাফি ব্যবহার করা যায়। যেমন শরীরের কোন অঙ্গের পাথর নিরাময়ের জন্যও সনোগ্রাফি বহুল ব্যবহৃত হয়।
৪।রক্তনালীর গতিপথ ও প্রবাহ নির্ণয়ঃ বর্তমানে সনোগ্রাফির আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হল রক্তনালীর গতিপথ ও প্রবাহ নির্ণয় করা। এতে করে আমাদের রক্তসঞ্চালন ব্যবস্থার রোগও ডায়াগনোসিস করা সম্ভব।
৫। ইকোকার্ডিওগ্রামঃ হৃত্পিন্ডের গতি-প্রকৃতি বোঝার জন্য যে ইকো করা হয় তা মূলত সনোগ্রাফিরই অন্য আরেকটি ব্যবহার।