শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে কোন ধরণের ত্রিভুজ অঙ্কণ করা সম্ভব?
A সমবাহু ত্রিভুজ
B সমকোণী ত্রিভুজ
C সমদ্বিবাহু ত্রিভুজ
D সূক্ষ্মকোণী ত্রিভুজ
Solution
Correct Answer: Option A
পরিসীমাকে ৩ দ্বারা ভাগ করে সমবাহু ত্রিভুজ অঙ্কণ করা সম্ভব। এছাড়া অন্য কোন ত্রিভুজ আঁকা সম্ভব নয় অপশন গুলোর মধ্যে।