স্বাদের উপর ভিত্তি করে শর্করা কত প্রকার ?

A ১ প্রকার

B ২ প্রকার

C ৩ প্রকার

D ৪ প্রকার

Solution

Correct Answer: Option B

স্বাদের ভিত্তিতে শর্করা দুই প্রকার, যথা-
১) শ্যুগারঃ
শ্যুগার শর্করা স্বাদে মিষ্টি। সকল মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড শ্যুগার। যেমনঃ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সুক্রোজ ইত্যাদি।

২)নন-শ্যুগারঃ
সকল প্রকার নন-শ্যুগার শর্করা হলো পলিস্যাকারাইড। যেমনঃ স্টার্চ, সেলুলোজ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions