Solution
Correct Answer: Option A
✔যেসব প্রাণীর শিরদাঁড় বা মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমনঃমাছি, মশা, পিঁপড়ে, কেঁচো ইত্যাদি এদের মেরুদন্ড নেই তাই এরা অমেরুদন্ডী প্রানী।
✔যেসব প্রাণীর দেহে মেরুদন্ড রয়েছে, তাদের মেরুদন্ডী প্রাণী বলে। যেমনঃ বাঘ ,বানর ,কুমির ,মানুষ ইত্যাদি এসবের মেরুদন্ড আছে তাই এরা মেরুদন্ডী প্রানী।