Solution
Correct Answer: Option C
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১)।
- উপন্যাসটিতে শিক্ষক গাজী রহমান চরিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ফুটে উঠেছে।
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস:
- 'দুই সৈনিক' (১৯৭৩),
- 'নেকড়ে অরণ্য' (১৯৭৩),
- 'জলাঙ্গী' (১৯৭৬)।
অন্যদিকে,
- পাহাড়-সমুদ্রঘেরা উপজাতীদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী) জীবনচিত্র নিয়ে আলাউদ্দিন আল আজাদ রচনা করেন 'কর্ণফুলী' (১৯৬২) উপন্যাস।
- আবু ইসহাক রচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের মন্বন্তর নামে দুর্ভিক্ষকেন্দ্রিক উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫)।
- শওকত ওসমান রচিত সামাজিক উপন্যাস 'জননী' (১৯৫৮) এবং মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস 'জননী' (১৯৩৫)।