যে যন্ত্রটি দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে তার নাম -

A রোধ

B থার্মিস্টার

C রেক্টিফায়ার

D ট্রান্সমিটার

Solution

Correct Answer: Option C

✔রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে , একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরন বা রেকটিফিকেশন)

✔রেকটিফায়ার দুই প্রকারঃ১. সেন্টার টেপ-ফুল ওয়েভ রেকটিফায়ার ২. ফুল-ওয়েভ ব্রিজ রেকটিফায়ার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions