সমগ্র রংপুর বিভাগ নিয়ে কত নং সেক্টর গঠিত হয়েছিল? 

A ৬ নং 

B ৭ নং 

C ৮ নং 

D ৯ নং 

Solution

Correct Answer: Option A

- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল ৪টি জোনকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টর ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
- ১১টি সেক্টরের মধ্যে ৮ নং সেক্টর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর (মুজিবনগর), ফরিদপুরের অংশবিশেষ ছাড়াও দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার কিছু এলাকা নিয়ে গঠিত হয়।
- এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী ও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এম.এ.মঞ্জুর।
- এই সেক্টরে ৭টি সাব সেক্টর ছিল।

- অন্যদিকে, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া-ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত।
- সমগ্র রংপুর বিভাগ নিয়ে ৬ নং সেক্টর গঠিত এবং মৌলভীবাজার ও সিলেটের পূর্বাঞ্চল নিয়ে ৪ নং সেক্টর গঠিত। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions