Solution
Correct Answer: Option A
'আকস্মিক'- শব্দের প্রকৃতি ও প্রত্যয়- অকস্মাৎ +ষ্ণিক, এখানে, ষ্ণিক সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত বাংলা ভাষায় শব্দ গঠিত হয়, তাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।