Solution
Correct Answer: Option A
- ইতালীয় উদ্ভাবক ও প্রকৌশলী গুগলিয়েলমো মার্কনি (Guglielmo Marconi) বেতার যন্ত্র বা রেডিও আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
- তিনি ১৮৯৫ সালে বৈদ্যুতিক তার বা সংযোগ ছাড়াই সংকেত পাঠানোর পদ্ধতি (Wireless Telegraphy) উদ্ভাবন করেন, যা পরবর্তীতে রেডিও হিসেবে পরিচিতি পায়।
- ১৯০৯ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।