যে ডিভাইস এক শক্তিকে অন্য শক্তিতে রুপান্তর করে তাকে বলে -
Solution
Correct Answer: Option B
✔যে সকল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করা হয়, তাকে ট্রান্সডিউসার বলে।
✔ট্রান্সডিউসারের সাহায্যে সাধারণত ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল অথবা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করা হয়, যেমন মাইক্রোফোন, লাউড স্পিকার, হেডফোন ইত্যাদি।