সালোকসংশ্লেষণ ও শ্বসন উভয় প্রক্রিয়া সংঘটিত হয় কোন ক্ষেত্রে?
Solution
Correct Answer: Option A
- সালোকসংশ্লেষণের প্রধান উপাদান হলো পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল।আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় কার্বোহাইড্রেট ও অক্সিজেন।
- সালোকসংশ্লেষণ শুধু সবুজ উদ্ভিদেই ঘটে থাকে যাদের ক্লোরোফিল আছে। শ্বসন সকল সজীব কোষে ঘটে থাকে।
- ছত্রাক, ভাইরাস, অ্যামিবা ইত্যাদিতে সালোকসংশ্লেষণ হয় না, কারণ এদের দেহে ক্লোরোফিল থাকে না।
- সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ ও শ্বসন উভয় প্রক্রিয়াই সংঘটিত হয়।