Solution
Correct Answer: Option A
- রক্ত সংবহনের জন্য বিভিন্ন অঙ্গের পারস্পরিক সহযোগিতায় যে অঙ্গতন্ত্র গঠিত হয় তাকে ''রক্ত সংবহনতন্ত্র'' বলে। এ তন্ত্র রক্ত, রক্তবাহিকা ও হৃদপিন্ড দিয়ে গঠিত।
-মানব দেহে রক্ত সংবহনতন্ত্র প্রধানত দুই প্রকার।যথা-
১।সিস্টেমিক সংবহনতন্ত্র ও
২।পালমোনারি সংবহনতন্ত্র।