Solution
Correct Answer: Option B
• আব্দুল হাকিম:
- আব্দুল হাকিম সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি।
- নোয়াখালী জেলার বাবুপুর (মতান্তরে সন্দ্বীপের সুধারাম) ছিল কবির আবাসভূমি।
- কবি আবদুল হাকিম ১৬২০ সালে জন্মগ্রহণ করেন।
- আব্দুল হাকিমের ৫টি কাব্য পাওয়া যায়।
• তাঁর রচিত কাব্যগুলো হলো:
- নূরনামা,
- দুররে মজলিশ,
- ইউসুফ জোলেখা,
- লালমোতি সয়ফুলমুলুক,
- হানিফার লড়াই।