-
নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস।
- উপন্যাসটি ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে।
আরও কিছু উপন্যাস:
● সামাজিক উপন্যাস : করুনা, নৌকাডুবি, যোগাযোগ, দুইবোন।
● রাজনৈতিক উপন্যাস: গোরা, ঘরে বাইরে, চার অধ্যায়
● রোমান্টিক উপন্যাস: শেষের কবি
● অন্যান্য : মালঞ্চ, রাজর্ষি, চতুরাঙ্গ, বউ ঠাকুরানী হাট, নৌকাডুবি। ঐতিহাসিক: রাজর্ষি ও ঠাকুরানীর হাট