মাইকেল মধুসূদন দত্ত তাঁর 'শর্মিষ্ঠা' নাটকটি কাকে উৎসর্গ করেন?
Solution
Correct Answer: Option B
মাইকেল মধুসূদন দত্ত তাঁর 'শর্মিষ্ঠা' নাটকটি মহাকবি কালিদাসকে উৎসর্গ করেন। নাটকটির প্রকাশকাল- ১৮৫৯।
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
তাঁর রচিত অন্যান্য নাটকঃ
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন ইত্যাদি।
তাঁর রচিত প্রহসনঃ
- একেই কি বলে সভ্যতা,
- বুড়ো শালিকের ঘাড়ে রো।