কত সালে পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কবিতা প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option B
- জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস- ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান- আম্বিকাপুর)।
- প্রকৃত নাম- মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা।
- ছদ্মনাম- জমীরউদ্দিন মোল্লা।
- ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় 'মিলন গান' কবিতাটি প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত কবিতা।
- বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে 'কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার' প্রদান করে। প্রথম এ পুরস্কার পান কবি নির্মলেন্দু গুণ।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডি.লিট (১৯৬৯) ও একুশে পদক (১৯৭৬) পান।
- তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়।
• তাঁর নাটকসমূহঃ
'বেদের মেয়ে' (১৯৫১): এটি গীতিনাট্য।
'পদ্মাপাড়' (১৯৫০), 'মধুমালা' (১৯৫১)[মধুমালা নামে কাজী নজরুল ইসলামের একটি নাটক আছে], 'পল্লীবধূ' (১৯৫৬), 'গ্রামের মায়া' (১৯৫৯), বাঁশের বাঁশি।
• তাঁর কাব্যগ্রন্থসমূহঃ
'রাখালী'
'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯)
'সূচয়নী' (১৯৬১)
'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪)
'এক পয়সার বাঁশি' (১৯৫৬)
'বালুচর' (১৯৩০),
'ধানক্ষেত' (১৯৩৩),
'রূপবতী' (১৯৪৬),
'মা যে জননী কান্দে' (১৯৬৩),
'মাটির কান্না' (১৯৫৮),
'সকিনা' (১৯৫৯)।
• তাঁর বিখ্যাত কবিতাসমূহঃ
'কবর', 'আসমানী', 'রাখাল ছেলে' (রাখালী), 'নিমন্ত্রণ' (ধানক্ষেত), 'মুসাফির' (বালুচর), 'চাষার ছেলে', 'পল্লীজননী'।