Solution
Correct Answer: Option B
জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশাল শহরে। তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ হলো - 'কবিতার কথা'। এই প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি হলো— 'সকলেই কবি নন, কেউ কেউ কবি।'
জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- নির্জনতার কবি,
- তিমি হননের কবি,
- রূপসী বাংলার কবি।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থঃ
- ঝরাপলক,
- ধূসর,
- সাতটি তারার তিমির,
- পান্ডুলিপি,
- বনলতা সেন,
- মহা পৃথিবী,
- রুপসী বাংলা এবং
- বেলা অবেলা কালবেলা।