'ইসক্রা' কাব্যগ্রন্থটি কে রচনা করেন?

A জীবনানন্দ দাশ

B প্যারীচাঁদ মিত্র

C সেলিম আল দীন

D নির্মলেন্দু গুণ

Solution

Correct Answer: Option D

- 'ইসক্রা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন নির্মলেন্দু গুণ। এটি ১৯৮৪ সালে প্রকাশিত হয় এবং এতে কবি তার বিপ্লবী চেতনা, সমাজতান্ত্রিক আদর্শ এবং সংগ্রামী মনোভাবকে তুলে ধরেছেন।
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।

- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। 
- তাঁকে  ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। 

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো -
• প্রেমাংশুর রক্ত চাই,
• না প্রেমিক না বিপ্লবী,
• দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
• ও বন্ধু আমার,
• চাষাভূষার কাব্য,
• পৃথিবীজোড়া গান,
• দূর হ দুঃশাসন,
ইসক্রা,
• নেই কেন সেই পাখি,
• মুজিব-লেনিন-ইন্দিরা,
• শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions