সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ নয় কোনটি?
 

A   অক্সিজেন 

B সূর্যালোক

C ক্লোরোফিল 

D পানি  

Solution

Correct Answer: Option A

-সূর্যালোকের ফোটন থেকে গৃহীত শক্তি, উদ্ভিদের সবুজ অংশে বিদ্যমান ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাই-অক্সাইড হলো সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল।
- অক্সিজেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার একটি উপজাত হিসাবে উৎপন্ন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions