তড়িৎ বলরেখার ধর্ম নয় কোনটি?
 

A প্রস্থ বরাবর সংকুচিত হয়

B খোলা বক্ররেখা

C ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়

D দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ ঘটে

Solution

Correct Answer: Option A

তড়িৎ বলরেখার ধর্মগুলো হলো-
- এগুলো খোলা বক্ররেখা।
- ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়।
- দুটি বলরেখা পরস্পরকে আড়াআড়িভাবে পার্শ্বচাপ দেয়। ফলে দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ ঘটে।
- বলরেখা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়।
- দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions