Correct Answer: Option C
অ-ভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এ ধরনের সংক্ষিপ্তরূপকে ‘কার’ বলে। স্বরবর্ণের ‘কার’-চিহ্ন ১০টি। যথা:
আ—কার ( া)— মা, বাবা, ঢাকা।
ই—কার ( ি)— কিনি, চিনি, মিনি।
ঈ—কার ( ী)— শশী, সীমানা, রীতি।
উ—কার ( ু )— কুকুর, পুকুর, দুপুর।
ঊ—কার ( ূ )— ভূত, মূল্য, সূচি।
ঋ—কার ( ৃ )— কৃষক, তৃণ, পৃথিবী।
এ—কার ()ে— চেয়ার, টেবিল, মেয়ে।
ঐ—কার ()ৈ— তৈরি, বৈরী, নৈঋত।
ও—কার ( ো)— খোকা, পোকা, বোকা।
ঔ—কার ( ৌ)— নৌকা, মৌসুমি, পৌষ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions