মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'- এটি কার উক্তি?
Solution
Correct Answer: Option C
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,'--চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রান কবিতায় উল্লেখ আছে। 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা- প্রান, চুম্বন, বাহু, চরণ, কেন, মোহ ইত্যাদি।