'রক্তকরবী' নাটকটি কি প্রতিফলিত করে?

A ধনের উপর ধান্যের জয়

B শক্তির উপর প্রেমের জয়

C মৃত্যুর উপর জীবনের জয়

D উপরের সবগুলো

Solution

Correct Answer: Option D

- রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত।
- তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী।
- নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে।

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- নন্দিনী,
- রঞ্জন।

-------------------------------
রবীন্দ্রনাথ রচিত আরো নাটক:
- বিসর্জন
- রাজা
- অচলায়তন
 বসন্ত
- চণ্ডালিকা
- নটীর পূজা
- চিরকুমার সভা
- তাসের দেশ
- বৈকুন্ঠের খাতা
-

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions