'ধোবা > ধোপা' ধ্বনির কোন ধরনের পরিবর্তন হয়েছে?
A সমীভবন
B অভিশ্রুতি
C ব্যঞ্জনদ্বিত্ব
D ব্যঞ্জন বিকৃতি
Solution
Correct Answer: Option D
ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়।
- একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন:
- কবাট > কপাট।
- ধোবা > ধোপা।