নুরন্নেসা খাতুন প্রথম মুসলিম মহিলা ঔপন্যাসিক.
- তাঁর প্রথম উপন্যাস স্বপ্নদৃষ্টা ১৯২৩ সালে শ্রীরামপুর (হুগলী) থেকে প্রথম প্রকাশিত হয়।
- কোহিনুর মাসিক পত্রিকার ১৩১৮ সনের বৈশাখ সংখ্যায় নূরন্নেছা খাতুনের ‘আহবান-গীতি’ নামে একটি কবিতা প্রকাশিত হয়।
- তার উল্লেখযোগ্য উপন্যাস জানকী বাঈ বা ভারতে মোসলেম বীরত্ব (১৯২৪), আত্মদান (১৯২৫), ভাগ্যচক্র, বিধিলিপি, নিয়তি ইত্যাদি।
- ১৯২৯ সালে তাঁর সব রচনার সংকলন নূরন্নেছা গ্রন্থাবলী প্রকাশিত হয়।
- সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ‘নিখিল বঙ্গ সাহিত্য সমিতি’ তাঁকে ‘বিদ্যাবিনোদিনী’ এবং ‘নিখিল ভারত সাহিত্য সংঘ’ ‘সাহিত্য সরস্বতী’ উপাধিতে ভূষিত করে।