Solution
Correct Answer: Option A
- এসকিউএল বা Structured Query Language হলো এক ধরণের প্রোগ্রামিং ভাষা যা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে (RDBMS) ব্যবহৃত হয়।
- রিলেশনাল ডেটাবেজ বা যে সকল ডেটাবেজ টেবিল আকারে (row এবং column) ডেটা সংরক্ষণ করে, তাদের নিয়ন্ত্রণ করার জন্য SQL ব্যবহার করা হয়।
- এই ভাষার মাধ্যমে ডেটাবেস তৈরি, তথ্য খোঁজা, নতুন তথ্য সংযোজন (Insert), তথ্য পরিবর্তন (Update) এবং অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা (Delete) যায়।
- MySQL, Oracle, PostgreSQL ইত্যাদি হলো জনপ্রিয় ডেটাবেজ সফটওয়্যার যা পরিচালনা করতে SQL জানা প্রয়োজন।
- ১৯৭০-এর দশকে IBM-এর গবেষকরা প্রথম এই ভাষাটি তৈরি করেন এবং ১৯৮৬ সালে এটি ANSI এবং ১৯৮৭ সালে ISO কর্তৃক মানক হিসেবে স্বীকৃতি পায়।