কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
Solution
Correct Answer: Option B
- কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি' (১৯১৯)। এটি ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’র জুলাই-আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প/রচনা ‘বাউণ্ডেলের আত্মকাহিনী' (১৯১৯);
- ‘অগ্নিবীণা' (১৯২২) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা ‘বিদ্রোহী';
- 'শিউলিমালা' (১৯৩১) গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত গল্প ‘পদ্মগোখরা’।