'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান'__ এ চরণটি কোন ছন্দে লেখা?
A স্বরবৃত্ত
B সত্তাবৃত্ত
C অক্ষরবৃত্ত
D অমিত্রাক্ষর
Solution
Correct Answer: Option C
- ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ লাইনটি কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতার অন্তর্গত।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
- 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত সিন্ধু হিন্দোল কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।