"বাংলা ভাষার জন্মকথা" প্রবন্ধের রচয়িতা কে?

A ড মুহাম্মদ শহীদুল্লাহ

B মীর মশাররফ হোসেন

C হুমায়ুন আজাদ

D সুকুমার রায়

Solution

Correct Answer: Option C

‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের ‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। 

হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য উপন্যাস :
- ছাপান্ন হাজার বর্গমাইল,
- রাজনীতিবিদগণ,
- সব কিছু ভেঙে পড়ে
- শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার,
- কবি অথবা দন্ডিত পুরুষ ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions