'ভবণই গহণ গম্ভীর বেগেঁ বাহী। দুআন্তে চিখিল মাঝে ন থাহী।।'- পদটি কার লেখা?

A জয়নন্দীপা

B ঢেগুণপা

C চাট্টিল্লপা

D গুণ্ডুরীপা

Solution

Correct Answer: Option C

'ভবণই গহণ গম্ভীর বেগেঁ বাহী। দুআন্তে চিখিল মাঝে ন থাহী।।'- পদটি চাট্টিল্লপার লেখা। উক্তিটির অর্থ-ভবনদী বয় বেগে গহীন গভীর,/ মাঝগাঙে ঠাঁই নাই, পঙ্কিল দু'তীর।ঞ্চাট্টিল্লপার পদে সহজ সাধনভজন তত্ত্বকথা ও নদীমাতৃক অঞ্চলের প্রাধান্য লক্ষ্য করা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions