চর্যাপদ বাংলাসাহিত্যের প্রথম নিদর্শন। এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত। চর্যাপদের সবগুলো কবিতা ছন্দে রচিত, পংক্তির শেষে মিল রয়েছে।
- এগুলো আসলে গান, তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন।
- এমন কয়েকটি রাগ হচ্ছে: রাগ পটমঞ্জুরী, রাগ অরু, রাগ ভৈরবী।