নিচের কোনটি চর্যাপদের প্রধান রাগ নয়?

A রাগ পরমঞ্জরী

B রাগ অরু

C রাগ ভৈরবী

D রাগ কুরু

Solution

Correct Answer: Option D

চর্যাপদ বাংলাসাহিত্যের প্রথম নিদর্শন। এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত। চর্যাপদের সবগুলো কবিতা ছন্দে রচিত, পংক্তির শেষে মিল রয়েছে। 
- এগুলো আসলে গান, তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন। 
- এমন কয়েকটি রাগ হচ্ছে: রাগ পটমঞ্জুরী, রাগ অরু, রাগ ভৈরবী। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions