১৯০৭ সালে নেপালে প্রাপ্ত পুথিঁতে নাম ছিল ‘চর্যাচর্য বিনিশ্চয়’ । টীকাকার মনিদত্তের মতানুসারে এর নাম ‘আশ্চর্য চর্যাচয়’। ড: প্রবোধচন্দ্র বাগচী এই দুই নাম মিলিয়ে ‘চর্যাশ্চর্য বিনিশ্চয়’ করার পরিকল্পনা করেছিলেন। আধুনিক পণ্ডিতদের মতে এর নাম ‘চর্যাগীতিকোষ’। আর ১৯১৬ সালে প্রকাশিত চর্যার নাম ‘হাজার বছেরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’।
চর্যাপদের অন্যান্য নামঃ
১. আশ্চর্যচর্যচয়
২. চর্যাচর্যাবিনিশ্চয়
৩. চর্যাশ্চর্যবিনিশ্চয়
৪. চর্যাগীতিকোষ
৫. চর্যাগীতি