Solution
Correct Answer: Option A
'দুররে মজলিস'- ভাবানুবাদটি আবদুল হাকিম রচিত। এই নীতিকাব্যটি ফারসি কবি সাইফুজ জাফর রচিত 'দুলুরুল মজলিশ কাব্যের ভাবানুবাদ। আবদুল হাকীম রচিত অন্যান্য কাব্য- ইউসুফ জুলেখা, শিহাবুদ্দীন নামা, নসীহত নামা, কারবালা, শহরনামা ইত্যাদি।