বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কার শাসন আমলে?

A সুলতান

B পাঠান

C মোঘল

D নবাব

Solution

Correct Answer: Option B

বাংলা লিপির আদি উৎস ব্রাহ্মীলিপি। ব্রাহ্মীলিপির তিনটি শাখা য়থা সারদা, নাগর ও কুটিল। এর মধ্যে কুটিল লিপি পূর্বভারতে প্রচলিত ছিল। এই কুটিল রূপ থেকে বাংলা লিপি জন্ম লাভ করে।
- পাল রাজাদের আমলে বাংলা লিপির গঠন শুরু হয় এবং সেন রাজাদের আমলে তা সুসংগঠিত রূপ লাভ করে।
- পাঠান আমলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে। 
- উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যামান। 
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions