মধ্যযুগের সাহিত্য দুই ভাগে বিভক্ত।
১. মৌলিক রচনা- শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, মঙ্গলকাব্য, জীবনীসাহিত্য (চৈতন্য), মর্সিয়া সাহিত্য, নাথ সাহিত্য,লোকসাহিত্য।
২. অনুবাদ সাহিত্য- সংস্কৃত হতে রামায়ণ, মহাভারত, ভাগবত এবং অন্যান্য ভাষা হতে রোমান্টিক প্রণয়োপাখ্যানী